• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-১১-২০২২, সময়ঃ বিকাল ০৪:২১

ফুলছড়ির নাপিতের হাট স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত



ফুলছড়ি প্রতিনিধি ►

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিকদের আয়োজনে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। 

নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলম যাদুর সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান শিক স্বপ্না বেগম, ম্যানেজিং কমিটির সদস্য সাইদুর রহমান প্রধান, প্রভাত চন্দ্র বর্মন, আলমগীর হোসেন, মধু মিয়া, শিক রোস্তম আলী, অভিভাবক আনোয়ারা বেগম, সুমী বেগম প্রমুখ।

মা সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নে শুধু শিকদের ওপর নির্ভরশীল হলেই চলবে না। আপনাদেরকেও ছেলে মেয়েদের লেখাপড়ার ওপর অধিক যতœশীল হতে হবে। কেননা একজন অভিভাবক তার সন্তানকে শিতি করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে। তারা বলেন, সন্তানের সুরার প্রথম দায়িত্ব অভিভাবকের। সন্তান কোথায় যায়, কি করে তা অভিভাবকদের খেয়াল রাখতে হবে। সন্তানের প্রতি যতœবান হয়ে তাদের সঠিক পথে পরিচালিত করতে হবে। মা সমাবেশের আলোচনা সভায় সবার সূচিন্তিত মতামত ও পরামর্শ মোতাবেক বিদ্যালয়ের লেখাপড়ার মান আরো বৃদ্ধি করতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়।